"হা হা - হি হি - হো হো" হল একটি অনলাইন ভিত্তিক সাহিত্য পত্রিকা। যার পরিচালনায় রয়েছে একদল শিক্ষার্থী। আমাদের এই পত্রিকাটি শুরু করার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মাঝে সাহিত্য চর্চার অভ্যাস গড়ে তোলা। আমদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সামনে এগিয়ে নিতে আপনার সহযোগিতা কাম্য। ধন্যবাদ।
লেখা পাঠাবেন যেভাবে -
লেখা পাঠাতে হলে প্রথমত আপনাকে অবশ্যই শিক্ষার্থী হতে হবে।
দ্বিতীয়ত, এই লিংকেঃ https://forms.gle/f7Ca5nGRWNZmVt2DA গিয়ে লেখক নিবন্ধন ফর্মটি পূরণ করতে হবে।
তৃতীয়ত, আপনার যে লেখাটি পাঠাতে চান(গল্প, কবিতা, প্রবন্ধ - নির্দিষ্ট বিষয় ভিত্তিক) , তা লেখকের নাম সহ, কম্পিউটার অথবা মোবাইলে টাইপ করে কপি করে,
আমাদের এই গুগল ফর্মেঃ https://forms.gle/TUMtQLaTQ6ryQMke7
পেস্ট করে সাবমিট করতে হবে।
গুগল ফর্মে আপলোড করতে সমস্যার সম্মুখীন হলে সরাসরি আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ করে পাঠাতে পারেন, লেখা নির্বাচন বিষয়ে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে।
কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে ফেসবুক পেজে নির্দ্বিধায় ম্যাসেজ করুন। ধন্যবাদ।
🟢ফেসবুক পেজঃ Click Here!
বিশেষ দ্রষ্টব্যঃ
- আপনার পাঠানো লেখাটি অবশ্যই মৌলিক হতে হবে অর্থাৎ অন্য কোথাও থেকে কপি হওয়া যাবে না,
- পূর্বে কোন পত্রিকা কিংবা বইয়ে প্রকাশ হওয়া লেখা পাঠানো যাবে না,
- PDF বা DOC ফাইল গ্রহণযোগ্য নয়।
Comments
Post a Comment