কে বলে অঙ্কে আমি কাঁচা,
অঙ্কে আমি হিরো।
বরাবরই পেয়ে থাকি বড় বড় জিরো।
বীজগনিতে অতি পাকা,
শুধু সূত্রে ভুল।
পাটিগণিত করতে বসলে,
উঠে আমার চুল।
ত্রিকোণ্মিতি অতি সহজ,
পরিমিতি আঁকতে হয় দেরি।
সম্পাদ্য যেমন তেমন,
উপপাদ্যে ঠেলাগাড়ি।
গণিত নিয়ে নেইতো,
আমার কোনো ভয়।
যত লিখিবে,
তত পারিবে,
হবেই,
হবে, জয়!
−−−−−−−−−−−−−−
➤ কম্পিউটার কম্পোজ্ড - মোঃ সাকিবুল হক
➤ ব্যবস্থাপনায় - খাদিজা আক্তার তানহা (লিজা), সাফিয়া আলী ইল্লিন, নাবিল রাইয়ান, রাকিবুল হাসান সিয়াম
NICE TAMIM
ReplyDeleteTamim
ReplyDeleteTamim
ReplyDeleteSei hoyse tamim
ReplyDeletesei
ReplyDeleteTamim
ReplyDeletenice tuhin and tamim
ReplyDeletesir ami aimon
ReplyDeletesir ami tuhin
ReplyDeletejot bar soni totbar valo lage
ReplyDeletebest kobita
ReplyDeletevalo
ReplyDeleteOOO THIS A BEAUTIFUL KOBITA
ReplyDeleteSO NICE KOBITA
ReplyDeletenice bro
ReplyDeletebig fan
ReplyDelete