সকল বন্ধুই সেরা বন্ধু,
শ্রেষ্ঠ বন্ধু বই,
বইয়ের মতাে এমন বন্ধু
তােমরা পাবে কই?
খুশি হলে বই পড়ি
দুঃখী হলেও বই!
বই নিয়ে ঠাট্টা করার,
মানুষ আমি নই।
জ্ঞান - বিজ্ঞানের কথা শিখে,
দ্বিগ্বিজয়ী হই।
জীবনের প্রতি পদে,
ভরসা আমার বই ,
বইকে নিজের সঙ্গী ভেবে,
সুখী আমি রই ।
ভালােমন্দ সবসময়ে,
প্রেরণা আমার বই।
বই আমার সফলতার,
উপরে উঠার মই।
শ্রেষ্ঠ বন্ধু বই,
বইয়ের মতাে এমন বন্ধু
তােমরা পাবে কই?
খুশি হলে বই পড়ি
দুঃখী হলেও বই!
বই নিয়ে ঠাট্টা করার,
মানুষ আমি নই।
জ্ঞান - বিজ্ঞানের কথা শিখে,
দ্বিগ্বিজয়ী হই।
জীবনের প্রতি পদে,
ভরসা আমার বই ,
বইকে নিজের সঙ্গী ভেবে,
সুখী আমি রই ।
ভালােমন্দ সবসময়ে,
প্রেরণা আমার বই।
বই আমার সফলতার,
উপরে উঠার মই।
−−−−−−−−−−−−−−
➤ কম্পিউটার কম্পোজ্ড - সাদমান হোসেন➤ ব্যবস্থাপনায় - খাদিজা আক্তার তানহা (লিজা), সাফিয়া আলী ইল্লিন, নাবিল রাইয়ান, রাকিবুল হাসান সিয়াম
Comments
Post a Comment