করতে লাগে না ভালাে!
পড়ালেখায় গণীতটাকে
কোন মানুষটি ঢােকালাে?
সবার আগে জ্যামিতির জনক নাম তার ইউক্লিড,
গনিত শাস্ত্রে তিনি ছিলেন অন্যতম পন্ডিত।
তারপর বলতে হয়, পিথাগােরাসের কথা,
উপপাদ্য তার পড়তে গেলে,
মাথা হয়ে যায় ব্যথা।
তারপর হলাে সবার চেনা,
স্যার আইজ্যক নিউটন।
মাথায় তাহার আপেল পড়ে,
বুদ্ধি হয় উন্মােচন ।
সেই বুদ্ধি পেয়ে তাহারহলাে উন্নয়ন,
ক্যালকুলাস আর গতিতত্ত্ব করলেন উদ্ভাবন ।
আগে পরে তাহার আরও,
ছিলেন জ্ঞানী লােক।
এখন না হয় তাদের কথা,
বাদই দেওয়া হােক।
এখন থেকে সতর্ক সংকেত সাবধান হও ভাই,
গনিতে ভালাে করতে হলে,
চর্চা করা চাই।
−−−−−−−−−−−−−−
➤ কম্পিউটার কম্পোজ্ড - আয়মন ইসলাম
➤ ব্যবস্থাপনায় - খাদিজা আক্তার তানহা (লিজা), সাফিয়া আলী ইল্লিন, নাবিল রাইয়ান, রাকিবুল হাসান সিয়াম
Comments
Post a Comment