আমি ছোট বেলা থেকেই অনেক বন্ধুপ্রিয় মানুষ ছিলাম। ছোট থেকেই আমার বন্ধুবান্ধবদের অনেক বেশিই ভালবাসতাম। যদিও তখন জানতাম না বন্ধুত্বের আসল অর্থটা কি?
এখন আসল কথায় আসি, ঘটনাটা ২০০৮ কিংবা ২০০৯ এর দিকের হবে। আমি তখন স্কুলে পড়তাম। সেই সময়ে আমার আমার একটা ভালো বন্ধু ছিলো। ওর নাম ছিল "নয়ন", পুরো নাম জানতাম না। কখনো জানার প্রয়োজন বোধ করি নি। ও ছিল আমার স্কুলের প্রথম বন্ধু। যাই হোক, নয়ন আমি সবসময় একসাথে থাকতাম। খেলাধুলা, দুষ্টুমি সব এক সাথেই করতাম। এওমঙ্কি শিক্ষকদের কাছে বকা খেলে, এক সাথেই শুনতাম। সব কিছু ভালই যাচ্ছিল হঠাৎ আমার স্কুল পরিবর্ত্নের ফলে ওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ১ বছরের মতো যোগাযোগ ছিল। আমাদের বন্ধুত্বের দুরত্বের জন্য আমরা শোকাহত থাকলেও, জীবন চলেছে জীবনের গতিতে। আস্তে আস্তে ওর সাথে যোগাযোগ কমে গেল। একটা সময় আমি হয়ত ভুলেই গিয়েছিলাম যে নয়ন নামে আমার একজন ভালো বন্ধু ছিলো। আজ স্কুল জীবনের দ্বারপ্রান্তে এসে যখন পিছনে ফিরে তাকাই মনে হয় জীবনের স্রোতে কত মানুষই না তাদের কাছের বন্দুদেরকে হারিয়েছে, যেমন হারিয়েছি আমি আমার বন্ধুকে।
−−−−−−−−−−−−−−
➤ কম্পিউটার কম্পোজ্ড - মোঃ সাকিবুল হক
➤ ব্যবস্থাপনায় - খাদিজা আক্তার তানহা (লিজা), সাফিয়া আলী ইল্লিন, নাবিল রাইয়ান, রাকিবুল হাসান সিয়াম
Comments
Post a Comment