আমার নাম আয়মানা।আমি কলেজে পড়ি।আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে।আমার বাবা একজন প্রাইভেট স্কুল টিচার।বাবার বেতনও প্রাইভেট স্কুল টিচারের মত কম,যা দিয়ে আমাদের সংসার চলে। আমি টিউশন করে নিজের খরচ নিজেই চালাই। এইতো কিছুদিন আগেই আমার ফাইনাল পরীক্ষা শেষ হলো।আজ রেজাল্ট দিয়েছে।রেজাল্ট তেমন ভালো হয়নি।যার কারণে মন খুব খারাপ ছিলো আমার।মা ফোন দিচ্ছিলো বারবার দেরী হওয়ার কারণে।ফোনে কথা বলা শেষ হতেই আমার কানে এলো আমার বন্ধু আশা আমাকে টিটকারী করে বলছে ' কিরে কি ২ টাকার ফোন চালাস '। বলেই সে তার বন্ধুদের সাথে হাসাহাসি করা শুরু করলো। আমি ওর কথা শুনে খুব রেগে গেলাম। কলেজ থেকে বড় রাস্তায় হাটা শুরু করলাম।সময় ছিল সন্ধ্যা ৬টা।হেঁটে-হেঁটে বাড়ি ফিরলাম।
বাড়ি ফিরেই নিজের ঘরে ঢুকে গেলাম।একটু পরে মা খেতে ডাকার জন্য রুমে এলো।তখনই আমি চেচিয়ে বলে উঠলাম " বাবা কেনো আমার সব চাহিদা পূরণ করতে পারে না,সবার বাবা পূরণ করতে পারে আমার বাবা কেনো পারেনা?" বলেই দরজা বন্ধ করলাম।বাবা বোধহয় পাশের রুম থেকে সব শুনতে পেয়েছে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম।সকালে ফজরের নামাজ পড়ার জন্য বাবা মা ঘুম থেকে উঠে। ওইদিন মা উঠলেও বাবা উঠলো না।মা বাবা কে ডাক দেয়"তুমি উঠছো না কেনো? নামাজ পড়বে না?" বলেই মা বাবাকে ধরলো।দেখলো বাবার শরীরটা ঠান্ডা হয়ে আছে। মা বুঝত পারলো কি হয়েছে। মা বাবার মাথাটা নিজের কোলে নিয়ে চুপ করে বসে ছিল।
খুব সকালে আমার ঘুম ভাঙ্গলো। সাধারণত আমার এত সকালে ঘুম ভাঙ্গেনা। ঘুম থেকে উঠেই বাবা মার ঘরে গেলাম।
গিয়ে দেখলাম মায়ের কোলে বাবা শুয়ে আছে।আমি খুব অবাক হলাম।মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে? মা আমাকে ধমক দিয়ে বললো চুপ থাক।দেখছিস না তোর বাবা ঘুমাচ্ছে।আমি বাবাকে ধরলাম।বুঝলাম বাবা আর নেই।আমি স্তব্ধ হয়ে বসে রইলাম বাবার কাছে।
দুপুরে বাবার মাটি হয়ে গেলো।
আমি বাবার কবরের পাশে বসে বললাম " বাবা তুমি ফিরে আসো।আমার কিচ্ছু চাইনা । শুধু তুমি ফিরে আসো।"
. . . . . . . . . . . . . .
বাবা মারা যাওয়ার ১ বছর হয়ে গেছে।যেই মেয়েটার কাছে এখন কলেজের বই থাকার কথা, সেই মেয়ের ওপর এখন দুইজন মানুষের ক্ষুধা মেটানোর দায়িত্ব।
−−−−−−−−−−−−−−
➤ কম্পিউটার কম্পোজ্ড - সাফিয়া আলী ইল্লিন➤ ব্যবস্থাপনায় - খাদিজা আক্তার তানহা (লিজা), সাফিয়া আলী ইল্লিন, নাবিল রাইয়ান, রাকিবুল হাসান সিয়াম

I am aimon
ReplyDeleteKisu din por amar o story aibo
ReplyDeleteNice Aimon and Moriyom
ReplyDeleteIm Jishan143 King
ReplyDeleteIm am saad man
ReplyDeleteNice Iam Tuhin
ReplyDeleteNICE
ReplyDelete